মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

‘ছন্দপতনেই ধস’, বাংলাদেশকে চাপে ফেলার সংকল্প জিম্বাবুয়ে ব্যাটিং কোচের

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৯:১২ পিএম

২ উইকেটে ১৭৭ থেকে ৯ উইকেটে ২১৭- ৪০ রানে নেই ৭ উইকেট। এমন ছন্দপতনের কারণেই প্রথম দুই সেশন রাজত্ব করা জিম্বাবুয়ে দিন শেষ করেছে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে। ক্র্যাম্পের জন্য দলীয় ১৬২ রানে নিক ওয়েলচের মাঠ ছেড়ে যাওয়ায় তৈরি হওয়া ছন্দপতনই ব্যাটিং ধসের মূল কারণ বলে মনে করছেন জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ডিওন ইব্রাহিম।

তৃতীয় উইকেটে শন উইলিয়ামসের সঙ্গে দারুণ জুটি গড়েন ওয়েলচ। তাদের ৯০ রানের জুটির ছেদ পড়ে যায় ওয়েলচের রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার কারণে। সংবাদ সম্মেলনে দিনের খেলা শেষে কথা বলতে এসে ওয়েলচের ক্রাম্প হয়ে বেরিয়ে যাওয়াকে দিনের টার্নিং পয়েন্ট বলছেন ব্যাটিং কোচ ইব্রাহিম, 'নিক তার দুই হাতের কনুইয়ের নিচের অংশে এবং পায়ের পেছনের মাংসে তীব্র ব্যথায় ভুগছিল। চা বিরতির ঠিক আগে এটি আরও খারাপের দিকে যায় — আপনারা তাকে মাঠেই চিকিৎসা নিতে দেখেছেন। চা বিরতিতে সে ড্রেসিং রুমে আসে এবং আমরা তাকে আরও চিকিৎসার চেষ্টা করি। দুর্ভাগ্যবশত, চা বিরতির পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাই সে দ্রুত সুস্থ হয়ে পরে ফিরে আসার আশা নিয়ে মাঠ ছেড়ে যেতে বাধ্য হয়। সেই সময়, দুর্ভাগ্যবশত, তার চলে যাওয়ার পর আমরা দ্রুত কয়েকটি উইকেট হারাই। আমার মনে হয়েছে তার বেরিয় যাওয়ার পর আমরা ছন্দ হারিয়েছি, বিশেষ করে শন উইলিয়ামসের সঙ্গে জুটির ভাঙা আমাদের ছন্দ নষ্ট করেছে।'

সময় বাড়লে চট্টগ্রামের উইকেটে স্পিনারদের সুবিধা বাড়ে। সেই অনুযায়ী জিম্বাবুয়ে যথেষ্ট ইতিবাচক থাকতে পারেনি। প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে তারা রান তুলে ৮৯, পরের সেশনে সমান ওভার খেলে কোন উইকেট না হারিয়ে যোগ করে ৭২। ৩.১৭ থেকে রানরেট নেমে যায় ২.৫৭, শেষ সেশনে তারা রান করেছে ওভারপ্রতি দুইয়ের নিচে। অবশ্য বাংলাদেশের স্পিনারদের কৃতিত্বও রয়েছে এতে। শেষ সেশনে নাঈমের জোড়া আঘাতের পর তাইজুল তুলে নেন আরও চার উইকেট। অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসা ফেরেন মিরাজের হাতে রানআউট হয়ে।

ইব্রাহিম মনে করছেন আর ৪০-৫০ রান পেছনে আছেন তারা, 'আমরা একটু হতাশ। আমরা আরও ৪০-৫০ রান করতে চাইতাম। যাইহোক প্রথম সেশন থেকেই পিচে বল টার্ন করেছে, সেই বিবেচনায় আমরা আশাবাদী। এই কারণে আমরা একজন বাড়তি স্পিনার খেলাচ্ছি। দুই দলের প্রথম ইনিংস শেষ হওয়ার আগে খেলা ভারসাম্য অবস্থায় আছে। আমরা আশাবাদী আমাদের বোলিং আক্রমণ বাংলাদেশকে চাপে ফেলতে পারবে। যেটা বলছিলাম পিচে এরমধ্যে দৃশ্যমান টার্ন দেখা যাচ্ছে।'

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত