চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও হয়রানির প্রতিবাদসহ ৭ দফা দাবিতে আয়োজিত সমাবেশ থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে নগরের দেওয়ানহাট মোড় এলাকায় ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ’ নামক একটি সংগঠনের ব্যানারে পূর্বনির্ধারিত সমাবেশ শুরুর আগেই এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, অনুমতি ব্যতীত সভা-সমাবেশ করছিল তারা। সমাবেশে থাকা একজনের বিরুদ্ধে মামলা রয়েছে। তারা পুলিশের সাথে ধস্তাধস্তি করেছেন। তাই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-ইজিবাইক সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরি জয়, ছাত্র ফ্রন্টের নেতা মিনহাজ উদ্দিন এবং রিকশাচালক মো. রুকন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, ‘ওদের একটা অবৈধ সমাবেশ ছিল। সমাবেশের কোনো পূর্বানুমতি ছিল না। তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে। আমরা তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করি।’
এর আগে গত ১৯ এপ্রিল নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত রিকশা খালে পড়ে মৃত্যু হয় ছয় মাস বয়সী শিশু সেহরিশের। স্থানীয়দের দাবি, ওই রিকশাটির গতি ছিল খুব বেশি। যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
এরপরই নগরজুড়ে শুরু হয় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে জোরালো অভিযান। পরে ২৩ এপ্রিল চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেশ কয়েকজন ব্যাটারিচালিত রিকশাচালক। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। যে ঘটনায় গ্রেপ্তার আছে অর্ধশতাধিক।