বিশ্বের দুই প্রান্তে দুই ফুটবল সুপারস্টারের শিরোপার পথে যাত্রা থেমে গেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিট থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরের বিদায়ের কিছুক্ষণ পরই কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে ভ্যাঙ্কুভারের হোয়াইটক্যাপসের কাছে ৩–১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি।
বুধবার রাতে কনক্যাফাক চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের ফিরতি লেগের ৯ম মিনিটেই মায়ামিকে এগিয়ে দিয়েছিলেন জর্দি আলবা। মেসির পাস পেয়ে আলবাকে দিয়ে গোলটি করান লুইস সুয়ারেজ। কিন্তু বিরতির পর তিন গোল করে বসে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার। গিয়েছিল। মেসি বেশ কয়েকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
ভ্যাঙ্কুভারের হয়ে ৫১ মিনিটে প্রথম গোলটি করেসন ব্রায়ান হোয়াইট। এর দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো ভিতে। আর ৭১ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেবাস্তিয়ান। প্রথম লেগে ২–০ গোলে পিছিয়ে থাকা মায়ামির সামনে গোল করা ছাড়া কোনো রাস্তা খোলা ছিল না। লিওনেল মেসির বিপক্ষে প্রথম দল হিসেবে নিজেদের প্রথম দুই ম্যাচেই জিতল ভ্যাঙ্কুভার।