বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

রূপগঞ্জে টেক্সটাইল মিলে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুইজনের মৃত্যু

আপডেট : ০৫ মে ২০২৫, ১২:৩২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন কারখানার নিরাপত্তাকর্মী কবির হোসেন (৪৫) ও হান্নান (৫২)।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় কবির হোসেন এবং তার আগের দিন গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে হান্নান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। 

তিনি জানান, কবিরের শরীরের ৫৩ শতাংশ ও হান্নানের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। সেই সঙ্গে শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুজনই ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও দগ্ধ হন সাইফুল ইসলাম (২০) ও মধু (২৩)। তাদের মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিস্ফোরণের এই ঘটনা ঘটে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে, রূপগঞ্জের কাজীপাড়ার মঞ্জু টেক্সটাইল মিলে।

সাইফুল ইসলাম কারখানার হিসাব বিভাগের কর্মকর্তা হিসেবে দেড় বছর ধরে কর্মরত ছিলেন বলে জানান তার বাবা ফারুক আহমেদ। তিনি বলেন, ‘মে দিবসে অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও মঞ্জু টেক্সটাইল মিল খোলা ছিল। সেদিন সকালে কাজ করতে গিয়ে গেট দিয়ে প্রবেশের সময় সাইফুল গ্যাসের তীব্র গন্ধ টের পান। কিছুক্ষণ পরেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। এতে তিনি ও আশপাশে থাকা আরও তিনজন দগ্ধ হন।’

পরে কারখানার কর্মচারীরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত