শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

তিন জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:৪১ এএম

দেশের তিন জেলায় বজ্রপাতে গতকাল রবিবার ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন, কিশোরগঞ্জে তিনজন ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। নিহতদের মধ্যে যুবক, কৃষক ও দিনমজুর রয়েছেন। গতকাল রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক বজ্রপাতের ঘটনায় শিশু ও কৃষকসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নাসিরনগর এবং আখাউড়ায় দুজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী।

গতকাল রবিবার বিকেলে জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইলের কালিকচ্ছ গ্রামের আব্দুর রাজ্জাক, নাসিরগরের গোর্কণ গ্রামের শামসুল হুদা, ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামের জাকিয়া বেগম, আখাউড়া উপজেলার রুটি গ্রামের সেলিম মিয়া ও বনগজ গ্রামের জামির খাঁ।

আখাউড়া ও নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চারজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নাসিরনগরের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে মারা যায়। এ ছাড়া উপজলার  গোকর্ণ গ্রামের বেড়িবাঁধ এলাকায় ফসলি মাঠে কাজ করার সময় শামসুল হুদা নামে এক কৃষক বজ্রপাতে মারা যান। চাতলপাড় ইউনিয়নর কচুয়া গ্রাামে ফুফুর বাড়িতে বেড়াতে এসে বিকেলে শিশুদের   সঙ্গে খেলার সময় হঠাৎ বজ্রপাতে শিশু জাকিয়া ঘটনাস্থলেই মারা যায়। ভলাকুট ইউনিয়নের হামিদা বেগম (৫০) ধান শুকাতে গিয়ে বজ্রপাতে অজ্ঞান হয়ে যান।

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসকেরা জানান, তার গলার কণ্ঠনালী পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আখাউড়া উপজেলার বনগজ গ্রামে ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাওয়ার সময় জামির খাঁ এবং রুটি গ্রামে নিজ জমিতে কাজ করার সময় সেলিম মিয়া বজ্রপাতে নিহত হন।

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে বৃদ্ধসহ তিনজন মারা গেছেন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ফারুক মিয়া (৬১), ফয়সাল (২৯) ও কবির হোসেন (২৫)। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই।

জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। এ সময় ফারুক, ফয়সাল ও কবির মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

হবিগঞ্জ : গতকাল বিকেলে ৫টার দিকে হবিগঞ্জের জেলার আজমিরীগঞ্জে ড্রেনে গোসল করার সময় বজ্রপাতে সাজু মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ডেমিকান্দি গ্রামের তজম আলী মিয়ার ছেলে।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম বজ্রপাতে সাজু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত