ভুটানের লিগে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। আজ সোমবার জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। ট্রান্সপোর্ট ইউনাইটেডের বড় জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কারও জেতেন বাংলাদেশি এই ফরোয়ার্ড। ম্যাচে ট্রান্সপোর্টে হয়ে খেলেছেন বাংলাদেশের আরও দুজন; গোলকিপার রুপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভীন।
চ্যাংলিমিথাং স্টেডিয়ামে সোমবার ট্রান্সপোর্ট ইউনাইটেড ৮-০ তে উজিয়েন একাডেমিকে বিধ্বস্ত করেছে।
ম্যাচে কৃষ্ণা দুই গোলই করেন দ্বিতীয়ার্ধে। ৫৫ মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে জায়গা করে নিয়ে নিচু শটে গোলের খাতা খোলেন কৃষ্ণা। ৭৮ মিনিটে সুনিতার শট গোলরক্ষক আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে জাল খুঁজে নেন দুটি সাফ জয়ী এই ফরোয়ার্ড। মাসুরা দ্বিতীয়ার্ধে বদলি নামেন। মাঠে নামার ৪৩ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।