দিনাজপুরের হিলিতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৪৯ হাজার ৫০০ টাকা প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে দুই কিশোর। গতকাল সোমবার বিকেলে হিলির গোরস্তান রোডের রিনা মটরসের দোকানে টাকার প্রকৃত মালিক শফিকুল ইসলামের কাছে টাকাগুলো তুলে দেয় কিশোর তানভীর ও রোহান।
টাকা কুড়িয়ে পাওয়া কিশোর তানভীর ও রোহান জানায়, তারা দুই বন্ধু রিক্সায় চড়ে বাজারের দিকে যাচ্ছিল। এ সময় শান্তিমোড় এলাকায় সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় বেশ কিছু টাকা কুড়িয়ে পায় তারা। পরে ফেসবুকে টাকা পাওয়ার বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
টাকার মালিক শফিকুল ইসলাম বলেন, ‘রবিবার রাতে বাজার থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার সময় শান্তিমোড় এলাকায় বেখেয়ালবশত কোমর থেকে টাকার বান্ডিলটি পড়ে যায়। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পেরে অনেক খুঁজেও টাকার হদিস পাইনি। সকালে টাকা পাওয়ার তথ্য পেয়ে সেখানে গেলে সব ধরনের প্রমাণ দেওয়ার পর আমার হাতে টাকাগুলো তুলে দেওয়া হয়। টাকা পেয়ে ফেরত দেওয়ায় দুই কিশোর তানভীর ও রোহানকে ধন্যবাদ।’
রিনা মটরর্সের স্বত্ত্বাধিকারী মামুনুর রশীদ বলেন, ‘বর্ণনা অনুযায়ী টাকার পরিমাণ মিলে যাওয়ায় টাকাগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই ব্যক্তি খুশি হয়ে ওই দুই ছেলেকে এক হাজার করে দুই হাজার টাকা পুরস্কৃত করেছে।’