শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৫১ পিএম

ঠাকুরগাঁওয়ে লিচু খাওয়ার সময় গলায় লিচু আটকে সিয়াম আলী (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাধুবান্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

সিয়াম ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী রাসেদা বেগম জানান, বাড়ির আঙিনায় লিচু গাছের নিচে খেলা করছিলো সিয়ামসহ অন্য শিশুরা। এ সময় গাছের নিচে পড়ে থাকা লিচু কুড়িয়ে খাওয়ার সময় গলায় আটকে যায় সিয়ামের। অন্য শিশুরা চিৎকার দিলে সিয়ামকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজীব বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। ইমারজেন্সি বিভাগে শিশুটির গলায় আটকে থাকা লিচুর বিচি বের করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত