শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মাকে ছুরিকাঘাত, বিএনপি নেতার ছেলে আটক

আপডেট : ১৭ মে ২০২৫, ০৩:৫২ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নাফিজ ফয়সাল আকাশ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

 শনিবার (১৭ মে) বিকেল ৩টা অব্দি এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে থানা সুত্রে জানা গেছে। এর আগে শুক্রবার (১৬ মে) বিকেল ৩টায় ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আকাশ ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও একই গ্রামের আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে।

এ ঘটনায় আহতরা হলেন- উপজেলার উল্লাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (৫০) ও তার স্ত্রী আর্জিনা খাতুন (৪৫)। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আর্জিনা খাতুন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ধুনট থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলমের অনার্স পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এই গ্রামের আবুল মুনছুর আহম্মেদ পাশার ছেলে নাফিজ ফয়সাল আকাশ। এ বিষয়টি নিয়ে উভয় পরিবারের মাঝে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্ত এ ঘটনার কোনো মীমাংসা হয়নি। এ অবস্থায় শুক্রবার বিকেলে নাফিজ ফয়সাল আকাশ সহযোগীদের নিয়ে কৃষক জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে আর্জিনা খাতুনকে কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রীকে রক্ষার চেষ্টা করলে তারা কৃষক জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করেছে।

এবিষয়ে আকাশের বাবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা বলেন, মেয়েটির সাথে আমার ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে আমার ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে মারপিট ও তার মোটরসাইকেল ভাঙচুর করেছে। এতে আমার ছেলে ক্ষুব্ধ হয়ে তাদের মারধর করেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণ আকাশকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত