ন্যু ক্যাম্প থেকে আর্ক দি ত্রিয়মফ মনুমেন্টটির দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। কিন্তু এই দূরত্ব পাড়ি দিতে শুক্রবার সময় লেগেছে প্রায় চার ঘন্টা। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের উৎসবের জোয়ারে রাস্তায় নেমে এসেছিলেন হাজারো সমর্থক, নেচে-গেয়ে করেছেন আনন্দ উদযাপন।
স্পেনের ঘরোয়া ফুটবলে ২০২৪-২৫ মৌসুমে ইতিহাস গড়েছে এফসি বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং লা লিগা— এই তিনটি ঘরোয়া ট্রফি জিতে প্রথমবারের মতো ‘ট্রেবল’ জয়ের স্বাদ নিয়েছে দলটি। এই অসাধারণ অর্জনের জন্য বার্সেলোনার হাজারো সমর্থক বৃহস্পতিবার এবং শুক্রবার রাস্তায় নেমে দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এসপানিওলের মাঠে ২-০ গোলে জিতে ক্লাবের ২৮তম লা লিগা শিরোপা নিশ্চিত করার পর থেকেই শুরু হয় বার্সার বিজয় উদযাপন। বৃহস্পতিবার ছিল সেই উদযাপনের সূচনা, আর শুক্রবার ছিল এর চূড়ান্ত রূপ।
উন্মুক্ত বাসে শহরজুড়ে বিজয় মিছিল
স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু পর ন্যু ক্যাম্প থেকে যাত্রা শুরু করে বার্সার উন্মুক্ত বাস। বাসটি শহরের প্রাণকেন্দ্র প্লাজা কাতালুনিয়া হয়ে রাত ৯টা ৩০ মিনিটের দিকে পৌঁছায় ঐতিহাসিক আর্ক দি ত্রিয়মফে। সেখানে উপস্থিত হাজারো সমর্থক খেলোয়াড়দের অভ্যর্থনা জানান আতশবাজি আর করতালিতে।
সমর্থকদের ভালোবাসায় অভিভূত খেলোয়াড় ও কোচিং স্টাফ
পুরো পথ জুড়ে সমর্থকেরা তাদের প্রিয় দলের জার্সি পরে, ক্লাবের গান গেয়ে উদযাপন করেছেন। উৎসবমুখর পরিবেশে ছিল আবেগ, আনন্দ এবং গর্বের মিশেল। বার্সার খেলোয়াড় এবং কোচিং স্টাফের চোখে-মুখে ছিল না কোনো ক্লান্তি, বরং বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের প্রতিদান পাওয়ার উচ্ছ্বাস। আর ফুটবলারদের সম্মানে পুরো শহরও মেতে ওঠে লাল-নীল ব্লগরানার রূপে