চলতি আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস। কিন্তু দলের মালিকদের মাঝে ঝামেলা কিছুতেই থামছে না। এই ঝামেলার শুরু হয়েছিল আইপিএলের মেগা নিলামের আগে থেকে। আগেও একবার সহ-মালিকদের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রীতি জিনতা। এবার আইপিএলের মাঝে তিনি আবারও আইনের দ্বারস্থ হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চণ্ডীগড় কোর্টে প্রীতি তার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়া এবং মোহিত বর্মণের বিরুদ্ধে মামলা করেছেন। পাঞ্জাব কিংসের বেশির ভাগ মালিকানা কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের। সেই প্রতিষ্ঠানের তিন মালিক প্রীতি, মোহিত এবং নেস। কিন্তু প্রীতির অভিযোগ, নিয়ম না মেনে ২১ এপ্রিল একটি মিটিং ডাকা হয়। নিয়ম মানা হচ্ছে না বলে ১০ এপ্রিল এই মিটিংয়ের বিরোধিতা করে মেইল করেছিলেন বলেও জানিয়েছেন প্রীতি।
বলিউড অভিনেত্রীর অভিযোগ, তার আপত্তি বাকি দুজন মেনে নেয়নি। সেই সভায় উপস্থিত থাকলেও সভা আহবানকে ‘বেআইনি’ বলে ঘোষণা করার আবেদন করেছেন প্রীতি। ওই মিটিংয়ে গৃহীত সব সিদ্ধান্তও বাতিল করার আবেদন করেছেন। এই লড়াইয়ে প্রীতি পাশে পেয়েছেন পাঞ্জাব কিংসের অন্যতম মালিক করণ পালকে। এর আগে গত বছর আগস্টে মোহিতদের বিরুদ্ধে মামলা করেছিলেন প্রীতি।
সেই সময় প্রীতির অভিযোগ ছিল, মোহিত বেআইনিভাবে মালিকানা বিক্রি করে দিতে চান। পাঞ্জাবের ২৩ শতাংশ মালিকানা প্রীতি এবং তার সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার। ৪৮ শতাংশ মালিকানা মোহিতের। বাকি ৬ শতাংশ করণ পালের হাতে। প্রীতির দাবি, মোহিত অনৈতিকভাবে নিজের অংশীদারি অন্য ব্যক্তিকে বিক্রির চেষ্টা করছেন। মালিকানা নিয়ে তাদের মাঝে একটা চুক্তি আছে। চুক্তি অনুযায়ী, কেউ নিজের অংশ বিক্রি করতে চাইলে আগে অন্য মালিকদের কাছে প্রস্তাব দিতে হবে। সহ-মালিকরা কিনতে রাজি না হলে তখন বাইরের যে কারও কাছে বিক্রি করা যাবে। কিন্তু নেস ওয়াদিয়া আর মোহিত বর্মণ নাকি এই চুক্তি ভঙ্গ করেছেন।