জাতীয় দলকে প্রস্তুতির বেশি সময় দিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের চারটি খেলা দুই দিন এগিয়ে হয়েছে মঙ্গলবার। দুই মাঠে রানার্স-আপ হওয়ার লক্ষ্যে নেমেছিল আবাহনী ও বসুন্ধরা কিংস। দুই দলই নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়েছে। সুবাদে আবাহনী হয়েছে লিগ রানার্স-আপ। শেষ ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে হার এড়ালেই লক্ষ্যপূরণ হতো আবাহনীর। তবে কুমিল্লায় নিজেদের মাঠে ম্যাচটি ধানমন্ডি জায়ান্টরা জিতেছে ৩-০ ব্যবধানে। তাতে আগামী এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পথে অনেকটাই এগিয়ে গেলো তারা।
চিরশত্রু মোহামেডান চ্যাম্পিয়ন হলেও ঠিকঠাক ক্লাব লাইসেন্সিং না করায় সুবর্ণ সুযোগ পেয়ে যাচ্ছে আবাহনী। এখন কেবল বাফুফের আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। এদিকে কিংস অ্যারেনায় স্বাগতিক বসুন্ধরা শেখ মোরসালিনের হ্যাটট্রিকে রেলিগেশন নিশ্চিত হওয়া ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৫-৩ ব্যবধানে।
চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হওয়ার পরের দুই ম্যাচে পয়েন্ট খোয়ালেও লিগের শেষটা জয়ে রাঙিয়েছে মোহামেডান। গাজীপুরে ফকিরেরপুলকে অধিনায়ক সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকসহ পাচ গোলে মোহামেডান পেয়েছে ৬-১ গোলের জয়। মুন্সিগঞ্জে দিনের অপর ম্যাচে রহমতগঞ্জ ৪-১ গোলের জয়ে লিগ শেষ করেছে চতুর্থ হয়ে।