বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

নিজ এলাকা মুরাদনগর সফরে উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম

নিজ এলাকা কুমিল্লার মুরাদনগর উপজেলায় সফর করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সফরকালে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দারোরা, শুশুন্ডা, জাহাপুর, পাহাড়পুর, ছালিয়াকান্দি ও বাবুটিপাড়া ইউনিয়ন পরিদর্শন করেন এবং সরকারি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এসময় জনগণের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়ার বিষয়েও সরাসরি কথা বলেন। দুপুরে কোম্পানীগঞ্জ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে উপদেষ্টা সজীব ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘ব্যস্ততার কারণে নিজ এলাকায় আসার সুযোগ হয়ে ওঠে না। যেহেতু ঈদের ছুটি, তাই চাইলাম একটু এলাকার মানুষজনের সঙ্গে দেখা করার। বিশেষ করে আমার কাছে তাদের অনেক চাওয়া-পাওয়ার বিষয় থাকে, সেগুলো শোনার জন্য এবং এলাকার অবস্থা দেখার জন্যই আসা।’

তিনি জানান, এটি কোনো রাজনৈতিক সফর নয়। এটা একান্তই ব্যক্তিগতভাবে এলাকার প্রতি দায়িত্ববোধ ও মানুষের প্রতি আবেগের জায়গা থেকে আসা।

সফরকালে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত