বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

মেসিকে ছাড়াও আর্জেন্টিনা এখন 'একইরকম' দল

আপডেট : ১০ জুন ২০২৫, ১২:১৮ পিএম

আর্জেন্টিনা দল এখন আর শুধু লিওনেল মেসির ওপর নির্ভরশীল নয় এবং ইন্টার মায়ামি ফরোয়ার্ড অনুপস্থিত থাকলেও দলের লাইন-আপে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। বুধবার (বাংলাদেশ সময় ভোর ৬টায়) কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে তিনি এই কথা বলেন।

২০০৫ সালে সিনিয়র দলে অভিষেকের পর থেকে মেসি আর্জেন্টিনার হয়ে ১৯২টি ম্যাচে ১১২টি গোল করেছেন। তার নেতৃত্বে দল ২০২২ সালে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা শিরোপা এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছে।

তবে ৩৭ বছর বয়সী এই অধিনায়ক চোটের কারণে মার্চে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ের ম্যাচ দুটিতে খেলতে পারেননি। ওই ম্যাচগুলো জিতেই আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে তাদের স্থান নিশ্চিত করে। গত সপ্তাহে চিলির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন।

 

বুয়েনস আয়ার্স-এ ম্যাচের আগে স্কালোনি সাংবাদিকদের বলেন, "দল এখন এমন এক পর্যায়ে আছে যেখানে লিও (মেসি) থাকলেও বা না থাকলেও একই ছন্দে খেলতে পারে। আগে এটা আরও জটিল ছিল, কারণ আমাদের কিছু খেলোয়াড় পরিবর্তন করতে হতো।" তিনি আরও যোগ করেন, "কিন্তু এখন আমাদের সেই বাধ্যবাধকতা নেই এবং দল একইভাবে কাজ করে, যা দলের জন্য খুবই ভালো।"

চিলির বিপক্ষে বিশ্রামে থাকলেও, মঙ্গলবার মনুমেন্তাল স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে শুরু থেকেই মেসিকে মাঠে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন স্কালোনি। "লিও আগামীকাল শুরু থেকেই খেলবে। আমরা আশা করি দর্শকরা তাকে এবং পুরো দলকে উপভোগ করবে," বলেন তিনি।

 

দলের বর্তমান ফর্ম নিয়ে স্কালোনি বলেন, "২০২১ সালের কোপা আমেরিকার পর থেকে আমরা বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি। আমরা প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাই এবং ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের সবচেয়ে বেশি আত্মবিশ্বাস জোগায়।"

প্রতিপক্ষ কলম্বিয়া সম্পর্কে স্কালোনি বলেন, পরিসংখ্যান দিয়ে তাদের বিচার করলে ভুল হবে। "তারা অনেক ম্যাচেই জয়ের যোগ্য ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারেনি। উরুগুয়ের বিপক্ষে তারা শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে। বাছাইপর্বের পয়েন্ট টেবিল সবসময় আসল চিত্র তুলে ধরে না। ওই ম্যাচ জিতলে তারা দ্বিতীয় স্থানে থাকতো।"

তিনি যোগ করেন, "কলম্বিয়া একটি শক্তিশালী দল, বিশ্বের অন্যতম সেরা। তারা অবশ্যই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।"

আর্জেন্টিনা ইতিমধ্যেই উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, কলম্বিয়া বর্তমানে ষষ্ঠ স্থানে থেকে সরাসরি যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে এবং এই ম্যাচ জিতে তারা সপ্তম স্থানে থাকা ভেনিজুয়েলার সাথে ব্যবধান বাড়াতে চাইবে। উল্লেখ্য, বাছাইপর্বে শেষ দেখায় কলম্বিয়া আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল।



সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত