বগুড়ার শাজাহানপুর উপজেলায় রাতের আধারে ঈদের ছুটিতে সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সাইফুল ইসলামের বিরুদ্ধে। শাজাহানপুর উপজেলার খড়না ইউনিয়নের দেসমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব পাশে নির্জন এলাকা থেকে সোমবার (৯ জুন) রাতে অন্তত ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্ত সাইফুল ইসলাম (৪৫) দেসমা গ্রামের হবিবর রহমানের ছেলে। কাটা গাছগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কাঠ ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে টর্চলাইটের আলো ফেলে গাছগুলো কেটে নেওয়া হয়। কাটা গাছের গোড়ালি কাদা ও লতাপাতা দিয়ে ঢেকে রাখে যেন নজরে না আসে। প্রত্যক্ষদর্শীরা রাতেই মোবাইল ফোনে গাছ কাটার ভিডিও ধারণ করেন। বুধবার দুপুরে কাটা গাছের কিছু অংশ বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই ফার্নিচার ও ছমিলে পাওয়া গেছে।
ভাই ভাই ফার্নিচার ও ছমিলের মালিক বাবলুর রহমান জানান, সাইফুল সড়কের কিছু গাছ কেটেছে। কিছু কাঠ সে আমার মিলে রেখেছে। সাইফুল ইসলাম গাছ কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, গাছের প্রয়োজন ছিল, তাই কেটেছি। এটা আমার ভুল হয়েছে।
বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান বলেন, গাছ চুরির বিষয়টি অবগত হয়েছি। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।