চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচে।
আজ বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে ৪, ৬ ও ৯ জুন ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে সরকারি পর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা চালানো হচ্ছে। তবে সরকারি হাসপাতালগুলোতে কিটের কিছুটা সংকট রয়েছে, যা কয়েকদিনের মধ্যে সমাধান হবে। অন্যদিকে বেসরকারি হাসপাতালে কিটের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, চমেক হাসপাতাল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হচ্ছে। এ ছাড়া চসিকের পক্ষ থেকে একটি সার্ভিস সেন্টার চালু করা হবে, যেখানে সাধারণ মানুষ করোনা সম্পর্কে তথ্য ও সেবা পাবে।
২০২০ সালে চট্টগ্রামে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়েছিল। এরপর দুই বছরের মধ্যে চট্টগ্রামে ১ লাখ ২৯ হাজার ৫১৭ জন করোনা রোগীর চিকিৎসা হয়েছে এবং ১ হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে।