সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভারতে মাওবাদী হত্যার প্রতিবাদে মোদির কাছে ৫ বাম দলের চিঠি

আপডেট : ১৩ জুন ২০২৫, ১২:১৩ এএম

ভারতে মাওবাদী দমনের নামে চালানো বিচারবহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির পাঁচটি বাম দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি এ আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে দলগুলো। চিঠিতে স্বাক্ষরকারী দলগুলো হচ্ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআই), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) (সিপিআই-এম), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন, রেভ্যলুশনারি সোশ্যালিস্ট পার্টি (আরএসপি), অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক (এআইএফবি)।

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার ছত্তিশগড় রাজ্যে মাওবাদী দমনের জন্য ‘অপারেশন কাগার’ পরিচালনা করছে। এর মাধ্যমে মাওবাদী নেতাকর্মীদের নির্বিচার হত্যা করা হচ্ছে। এসব হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। শীর্ষপর্যায়ের বেশ কিছু মাওবাদী নেতাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মাওবাদীদের নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। চিঠিতে বাম দলগুলো বলেছে, বিচারবহির্ভূত হত্যা নয় বরং আটকৃতদের আদালতে হাজির করে আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হোক।

যদিও রাজ্য প্রশাসনের একজন কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। চিঠিতে আরও বলা হয়েছে, ওই অঞ্চলের আদিবাসীদের অধিকার নিয়মিত লঙ্ঘিত হচ্ছে এবং প্রাতিষ্ঠানিক স্বার্থে ছত্তিশগড়ের বন ও খনিজসম্পদ নির্বিচারে শোষণ করা হচ্ছে। এসবের আড়ালে অঞ্চলটিতে সামরিকীকরণ ঘটছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাম দলগুলো।

চিঠিতে ভারতের কেন্দ্রীয় ও ছত্তিশগড় সরকারের সমালোচনা করে বলা হয়, মাওবাদীদের আলোচনার আহ্বান সরকার গুরুত্ব দেয়নি। বাম দলগুলো সতর্ক করেছে যে, ‘মানবজীবন হরণ করে’ এমন যেকোনো অভিযানের সাফল্য উদযাপন করা আইন ও গণতন্ত্রের পরিপন্থী। চিঠিতে মোদির প্রতি বাম দলগুলোর ভাষ্য, আমরা পুনরায় আবেদন করছি, বিচারবহির্ভূত হত্যা ও সহিংসতা অবিলম্বে বন্ধ করুন এবং একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিন। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১৯৭ জন মাওবাদী নিহত হয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত