বহু বছর পর ঈদের মতো সর্বজনীন উৎসবে প্রেক্ষাগৃহে বাবা-মা-সন্তান তথা পরিবার মিলে উপভোগ করার মতো সিনেমা মুক্তি পেল। ‘উৎসব’ সিনেমা নিয়ে এমনটাই বলছেন দর্শকরা। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমা নিয়ে অসংখ্য প্রতিক্রিয়া, মন্তব্য, রিভিউ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
স্টার সিনেপ্লেক্সের রাজধানীর প্রতিটি শাখায় প্রথম সপ্তাহে (৭-১২ জুন) সিনেমাটির অধিকাংশ শো হাউজফুল, কিছু শো প্রায় হাউজফুল। দর্শকদের এমন ভালোবাসা পাওয়ায় সিনেমাটি দেখতে আগ্রহী হয়ে উঠছেন সবাই। আর সেজন্যই দ্বিতীয় সপ্তাহ থেকে সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে সিনেমাটির শো সংখ্যা। সিনেপ্লেক্স কর্র্তৃপক্ষ এবং সিনেমাটির পরিচালক নিশ্চিত করেছেন বিষয়টি।
নির্মাতা তানিম নূর জানান, প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় উৎসব সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে বেড়ে হয়েছে ১৩টি। প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস এবং কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হবে উৎসব।
তানিম নূর জানান, ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি প্রদর্শনের কথা আগ্রহ নিয়ে জানিয়েছেন অনেকে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাতা বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকদের এই উন্মাদনা সত্যি আমাদের আপ্লুত করছে। এই পরিবেশ তৈরি করেছেন দর্শকরাই। সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। যারা সিনেমাটি এখনো দেখেননি, পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার আমন্ত্রণ রইল।’