পুঁজিবাজারে নতুন শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল (এসএসি) গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংশ্লিষ্ট পদে যোগ্য ব্যক্তিদের খুঁজতে ১০ সদস্যের একটি মনোনয়ন কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি ৩০ কার্যদিবসের মধ্যে কাউন্সিলের জন্য সম্ভাব্য সদস্যদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। গত ৪ জুন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশের পুঁজিবাজারে ইসলামি শরিয়াহভিত্তিক বিভিন্ন ধরনের সিকিউরিটিজ ইস্যু আনা, ইসলামিক ক্যাপিটাল মার্কেট গঠন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালের অক্টোবর মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) বিধিমালা, ২০২২ নামে গেজেটটি প্রকাশ হয়। শরিয়াহসম্মত সিকিউরিটিজের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একটি বিধিমালা প্রণয়ন করেছিল বিএসইসি। এর ভিত্তিতে ২০২৩ সালের ২৮ মে বিএসইসির তৎকালীন চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কমিটি গঠনের একটি নির্দেশনা জারি করেছিলেন।
জানা গেছ, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে পুনর্গঠিত বিএসইসি এর আগে গঠিত শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনে ২০২৩ সালের ২৮ মে জারি করা আদেশ বাতিল করেছে। শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের কাজ হলো বিএসইসির চাহিদা অনুসারে বিভিন্ন ইস্যুতে পরামর্শ দেওয়া, শরিয়াহ-সংক্রান্ত গাইডলাইন প্রণয়ন, ইসলামি শরিয়াহসম্মত সিকিউরিটিজের মান প্রণয়ন, কোনো সিকিউরিটিজ শরিয়াহসম্মত কি না, সে বিষয়ে মতামত দেওয়া।
গঠিত মনোনয়ন কমিটির আহ্বায়ক হলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। কমিটির অন্য সদস্যরা হলেন বিএসইসির কমিশনার (আইন); ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্য কর্তৃক মনোনীত অধ্যাপক বা সমকক্ষ পদমর্যাদার প্রতিনিধি; বেফাকুল মাদারিসিল আরাবিয়া মহাসচিব কর্তৃক শাইখুল হাদিস বা প্রধান মুফতি বা সমকক্ষ পদমর্যাদার মনোনীত প্রতিনিধি; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান কর্তৃক মনোনীত অধ্যাপক বা সমপদমর্যাদার প্রতিনিধি; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মনোনীত পরিচালক পদমর্যাদার প্রতিনিধি; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার থিওলোজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ডিন কর্তৃক মনোনীত অধ্যাপক বা সমপদমর্যাদার প্রতিনিধি; বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা তার মনোনীত প্রতিনিধি; সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান বা তার মনোনীত প্রতিনিধি এবং শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল সেক্রেটারিয়েটের আহ্বায়ক বিএসইসি (সদস্য সচিব)।
বিএসইসির আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সিকিউরিটিজ মার্কেট শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল) রুলস, ২০২২’-এর বিধি ৩ অনুযায়ী শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিল গঠনের লক্ষ্যে, বিধি ৪ ও ৫-এ বর্ণিত শরিয়াহ স্কলার এবং এক্সপার্ট সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার শর্ত বিবেচনা করে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের (এসএসি) সদস্য নির্বাচনের জন্য ১০ সদস্যদের সমন্বয়ে একটি মনোনয়ন কমিটি গঠন করা হলো। গঠিত কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে শরিয়াহ অ্যাডভাইজরি কাউন্সিলের সম্ভাব্য সদস্যদের একটি নামের তালিকা কমিশনের কাছে পেশ করবে।