শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৪১ এএম

দিনাজপুরের ফুলবাড়ীতে মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) ভোর সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর ডাঙ্গাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম ও একই এলাকার বাসিন্দা মোতালেব হোসেন (৩৩)। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম খন্দকার মহিব্বুল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে কাহারোল থেকে মোটরসাইকেল যোগে সাজু ও মোতালেব ঢাকায় যাচ্ছিলেন। পথে রাজারামপুর ডাঙ্গাপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গুরুতর আহত একজন উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কাজ করছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মরদেহ ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত