মায়ামিতে ক্লাব বিশ্বকাপে সংবাদ সম্মেলন পিছিয়ে দিয়ে রিভার প্লেটের খেলা দেখছিলেন জাবি আলোনসো—কারণ মাঠে ছিলেন আর্জেন্টিনার কিশোর প্রতিভা, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর তিনিই যে এখন রিয়াল মাদ্রিদের নতুন "বিশেষ খেলোয়াড়", তা স্পষ্ট করে দিয়েছেন ক্লাবের কোচ জাবি আলোনসো।
'নতুন খেলনা খুলে দেখার জন্য তর সইছে না জাবির' শিরোনামে স্প্যানিশ দৈনিক 'এএস' এক খবরে জানিয়েছে, মাস্তানতুয়োনো ইতিমধ্যেই আলোনসোর মনে গভীর ছাপ ফেলেছেন। বুধবার রিয়ালের প্রথম ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পিছিয়ে দেন তিনি রিভার প্লেটের সরাসরি খেলা দেখতে চেয়েছিলেন তিনি, রেকর্ডিং নয়।
এই ম্যাচেই প্রথম একাদশে নেমে আলো ছড়ান মাস্তানতুয়োনো। তিনিই ছিলেন পুরো ম্যাচের কেন্দ্রবিন্দু। মাঠের বাইরে মাস্তানতুয়োনোর সঙ্গে আলোনসোর দুই দফা বিশ্লেষণধর্মী আলাপও সংবাদ শিরোনাম হয়েছে। আলোনসো বলেন, 'তার সঙ্গে কথোপকথনগুলো আমার কাছে চোখ খুলে দেওয়ার মতো ছিল। তার যে পরিণত মনোভাব, যে ফুটবল মেন্টালিটি, তা বয়স বিবেচনায় অবিশ্বাস্য।'
লা লিগার নতুন মৌসুমের আগেই মাস্তানতুয়োনেক পাচ্ছে রিয়াল মাদ্রিদ। তখন থেকেই মূল দলে অন্তর্ভুক্ত হবেন তিনি, নিশ্চিত করেছেন আলোনসো নিজেই, ওর বর্তমান দারুণ, ভবিষ্যৎ আরও উজ্জ্বল। ও আমাদের স্কোয়াডে খুব গুরুত্বপূর্ণ সংযোজন হবে।'
সাড়ে ৪ কোটি ইউরোতে মাস্তানতুয়োনেকে রিভারপ্লেট থেকে কিনেছে রিয়াল মাদ্রিদ। ১৪ আগস্ট ১৮ বছরের পা দেবার পর রিয়ালের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন।