বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

নাগরিক সেবায় চালু হচ্ছে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৬:৫৭ পিএম

নগরবাসীর সেবায় নতুন মাত্রা আনতে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ‘আমাদের চট্টগ্রাম’ নামে একটি মোবাইল অ্যাপ চালুর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (২৩ জুন) নগরের থিয়েটার ইনস্টিটিউটে চসিকের বাজেট অধিবেশনে তিনি এ ঘোষণা দেন। এই অ্যাপের মাধ্যমে নগরবাসী সহজেই চট্টগ্রাম সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে পারবেন। একইসঙ্গে নাগরিক সমস্যা বিশেষ করে খোলা ম্যানহোল, রাস্তার গর্ত, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ইত্যাদি ছবিসহ বিস্তারিতভাবে অ্যাপে রিপোর্ট করতে পারবেন।

মেয়র ডা. শাহাদাত  হোসেন বলেন, ‘আমাদের চট্টগ্রাম’ নামে অ্যাপটি সার্বক্ষণিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন আমাদের নির্দিষ্ট কিছু কর্মকর্তা। পাশাপাশি আমি নিজেও নাগরিকদের পাঠানো বার্তাগুলো তাৎক্ষণিকভাবে  দেখতে পারব। অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্য সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ওয়েবলিংক বা তথ্যও নাগরিকেরা অ্যাপেই ভিজিট করতে পারবেন।’এই প্রসঙ্গে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ  তৌহিদুল ইসলাম বলেন, ‘অ্যাপটি খুব শিগগিরই গুগল প্লে স্টোর এবং অ্যাপ  স্টোরে উন্মুক্ত করা হবে। এর মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করছি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত