কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত যৌথ বাহিনীর ঘাঁটি আল-উদেইদে হামলার হুমকি রয়েছে। সূত্রের বরাতে এমনটি দাবি করেছে সংবাদমাধ্যম বিবিসি।
এরই মধ্যে কাতারের আকাশসীমায় সাময়িকভাবে সবরকমের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।
বিবিসির সাংবাদিক ফ্যাঙ্ক গার্ডনার বলছেন, কাতারের ঘাঁটিগুলোকে সর্বোচ্চ সতর্কবস্থায় রাখা হয়েছে। এসব ঘাঁটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাতারের রাজধানী দোহার বাইরে আল-উদেইদ বিশাল একটি সামরিক ঘাঁটি, যেখান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর মধ্যপ্রাচ্যের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এই ঘাঁটিতে ব্রিটিশ সৈন্যরাও রয়েছে।