বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নতুন আলটিমেটাম

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৩৮ এএম

চাকরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষাত চেয়ে আলটিমেট দিয়েছেন সাবেক বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। গতকাল সোমবার দুপুরে প্রায় ৫০ মিনিট শাহবাগ মোড় অবরোধ করে তারা ঘোষণা করেন মঙ্গলবার সকাল ১০টার মধ্যে তাদের সাক্ষাতের ব্যবস্থা না করলে যমুনা ঘেরাও করবেন।

গতকাল দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি হয়ে শাহবাগে এসে অবস্থান নেন চাকরিচ্যুত সদস্যরা। এ সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে শাহবাগ ও এর আশপাশ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

শহবাগ থেকে তারা ৩ দফা দাবি উত্থাপন করেন। অবরোধকালে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ বলেন, ‘আমরা শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত