দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) বছরের সর্বোচ্চ ৩৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে সর্বোচ্চ রোগী ছিল গত শনিবার ৩৫২ জন। এ নিয়ে তিন দিন ধরে ভর্তি রোগীর সংখ্যা তিনশর ঘরে রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজন মারা গেছে। তাদের একজন বরিশাল বিভাগে ও আরেকজন ঢাকা উত্তর সিটির হাসপাতালে ভর্তি ছিল। তারা দুজনই নারী এবং বয়স ৩৬-৪০ বছর ও ৮০ বছরের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এসব তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে ৩৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৩২ শতাংশই বরিশাল বিভাগে এবং ৪১ শতাংশ রোগী দুই জেলার। এর মধ্যে রাজধানীসহ ঢাকা জেলায় ভর্তি হয়েছে ৮৭ বা ২২ শতাংশ ও বরগুনায় ৭৩ জন বা ১৯ শতাংশ।
নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগের পর সর্বোচ্চ ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে ৮০ জন। এরপর ঢাকা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৩১, খুলনা বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ২৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৪১ জন রোগী এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। এর মধ্যে সর্বোচ্চ ভর্তি হয়েছে রাজধানীসহ ঢাকা ও বরগুনা জেলায়। এরপর চাঁপাইনবাবগঞ্জে ৩১, বরিশালে ২১, কক্সবাজার ২০, কুমিল্লায় ১৮, পিরোজপুরে ১৬, চট্টগ্রামে ১৫, গাজীপুরে ১২, পটুয়াখালীতে ১১, মাগুরায় ৯, ফরিদপুর, লক্ষ্মীপুর ও ঝিনাইদহে ৮ জন করে, রাজশাহী ও চাঁদপুরে ৭ জন করে, ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় ৫ জন করে, মাদারীপুর ও টাঙ্গাইলে ৪ জন করে, মানিকগঞ্জ, খাগড়াছড়ি, নোয়াখালী, খুলনা ও যশোরে ৩ জন করে এবং নরসিংদী, শরীয়তপুর, জামালপুর, বান্দরবান, নড়াইল, মেহেরপুর, নওগাঁ, নাটোর, বগুড়া ও ঠাকুরগাঁওয়ে ১ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৩৫ জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ১৫০ জন। এর মধ্যে এ মাসের গত ২৩ দিনে সর্বোচ্চ ৩ হাজার ৮০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরপর মে মাসে ১ হাজার ৭৭৩, জানুয়ারিতে ১ হাজার ১৬১, এপ্রিলে ৭০১, ফেব্রুয়ারিতে ৩৭৪ ও মার্চে ৩৩৬ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুর তথ্য সংরক্ষণ করছে। সে তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এ সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালে সারা দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।