শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন কারাগারে

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৫ এএম

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার রাতে দশম সংসদের সংরক্ষিত আসনের এমপি সাবিনাকে ঢাকার নবাবগঞ্জের নিজ বাড়িতে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি সাবিনাকে গ্রেপ্তার দেখানো হয় সন্ত্রাসবিরোধ আইনের এক মামলায়।

গতকাল সাবিনাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে শেরেবাংলা নগর থানা পুলিশ। আসামিপক্ষে আইনজীবী মোরশেদ আলম শাহীন জামিনের আবেদন এবং রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত