শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

২৮ ঘণ্টা পর নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার 

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৩:০১ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীর চরমোন্তাজে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলে আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বুড়াগৌরাঙ্গ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও রাঙ্গাবালী নৌপুলিশের যৌথ অভিযানে স্থানীয় জেলেদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে আসা হয়।

রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানান, চরমোন্তাজ লঞ্চঘাট থেকে উত্তর দিকে ৫০০ গজ দূরে ভাসমান অবস্থায় মরদেহটি বুড়াগৌরাঙ্গ নদীতে পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের এই ডুবুরি দলের নেতৃত্বে থাকা  লিডার মজিবুর রহমান বলেন, গতকাল দুপুর ২টার পর থেকে টানা উদ্ধার অভিযানের পর আজ দুপুরে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি স্থানীয় নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরআগে সোমবার সকাল ৯টার দিকে সাগর থেকে মাছ ধরে ফেরার পর চরমোন্তাজ লঞ্চঘাটে ট্রলার বাঁধতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান ৩৫ বছর বয়সী জেলে আল-আমিন। প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে যাওয়ার সময় তার মাথায় আঘাত লাগে। ঘটনার পরপরই সহকর্মী জেলে এবং নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে।

নিহত আল-আমিনের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত