লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হোসনাবাদ সীমান্ত দিয়ে পাঁচ নারী ও শিশুসহ সাতজন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার ভোরে উপজেলার বাউরা ইউনিয়নের ৮২ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, সকালে খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকার একটি মসজিদ থেকে সাতজনকে উদ্ধার করে হেফাজতে নেয়। তারা সবাই খুলনার বাসিন্দা এবং অনেক আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, ভারতে অবস্থানকালে তাদের আটকের পর বিএসএফ বাংলাদেশ সীমান্তে এনে পুশইন করে।
ওসি মিজানুর আরও বলেন, তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। নিশ্চিত হওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।