মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

‘ঘুঘু’ নিয়ে মেলায় রওশন আর মুক্তা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫২ পিএম

একুশে বইমেলায় প্রকাশিত হবে রওশন আর মুক্তার দ্বিতীয় গল্পের বই ‘ঘুঘু’। আনিসুজ্জামান সোহেলের প্রচ্ছদে বাজারে আনছে বৈভব।

মুক্তা জানান, ‘ঘুঘু’তে রয়েছে ৫টি গল্প। শিরোনাম- খুনগুলো সব, এনার্কিস্টের তিন কাপ চা, একটু একটু করে, মার্বেল দুনিয়ার মেয়ে ও মেট্রোপলিটন আকাশ।

বই সম্পর্কে জানতে চাইলে মুক্তা বলেন, ‘বই নিয়া পাঠক মন্তব্য করুক। আমার লেখার কাজ, লিখে দিছি।’

‘ঘুঘু’ পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে বৈভবের ৪২২ নম্বর স্টলে।

রওশন আরা মুক্তার প্রথম গল্পের বই ‘টরে-টক্কা’ প্রকাশ হয় ২০১৮ সালের একুশে বইমেলায়। তার প্রকাশিত কবিতার বই হলো- অপ্রাপ্তবয়স্কা, এলদোরাদো ও  কেন দোলনচাঁপা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত