বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন

আপডেট : ১২ মার্চ ২০১৯, ০৫:১৬ এএম

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি এ মাসেই দায়িত্ব গ্রহণ করবেন।

গতকাল সোমবার যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক হাইকমিশনার এলিসন ব্লেক বাংলাদেশে তার দায়িত্ব শেষ করে অন্য একটি কূটনৈতিক কার্যক্রমে স্থানান্তরিত হয়েছেন।

রবার্ট চ্যাটার্টন ডিকসন এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাউন্টার টেররিজম বিভাগ, ইরাক পলিসি ইউনিট, ন্যাটো সেকশন, নিউক্লিয়ার সেকশন, যুক্তরাজ্যের কেবিনেট অফিসের জাতীয় নিরাপত্তা সেক্রেটারিয়েট ও কাবুল মিশনে কাজ করেছেন। এছাড়া তিনি মেসিডোনিয়ায় রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত