বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৭ পছর পর রেদওয়ান রনির সিনেমা, নায়ক চঞ্চল 

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

সাত বছরের বিরতি শেষে নির্মাণে ফিরছেন রেদওয়ান রনি। তবে শুধু ফেরা নয়, তিনি হাজির হচ্ছেন নানা চমক নিয়ে। ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬)-এর পর এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা, যার নাম ‘দম’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি হচ্ছে দুই বাংলার কোলাবোরেশনে, অর্থাৎ প্রযোজনায় থাকছে দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সিনেমাটির নাম ঘোষণা করে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বিরতির পর নির্মাণে ফেরা নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি। সেই সঙ্গে এই কাজটির সঙ্গে যুক্ত হয়েছে দুই বাংলার সিনেমার কাণ্ডারি। এসভিএফ, আলফা ও চরকি সবার প্রতি কৃতজ্ঞতা।’ 

রেদওয়ান রনির সঙ্গে চঞ্চলের সম্পর্কটা প্রায় ২০ বছরের— এমনটা জানিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সে একসময় নিয়মিত নির্মাণ করেছে। কিছুদিন নিজে নির্মাণ না করলেও নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই ছিল। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে, তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা “দম”। এই সিনেমা দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত