বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১
দেশ রূপান্তর

নামমাত্র প্রতিদ্বন্দ্বিতা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৭ এএম

এম এ রহিম, (পীরগঞ্জ) রংপুর : ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করেন। পরে নিয়ম অনুযায়ী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার আসন প্রধানমন্ত্রী নিজে নিয়ে পীরগঞ্জের আসনটি ছেড়ে দেন। পীরগঞ্জ থেকে নৌকা প্রতীকে ড. শিরীন শারমিন চৌধুরী উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শিরীন শারমিন চৌধুরী নৌকার প্রার্থী হয়েছেন। এই আসন থেকে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নৌকা, লাঙ্গল ও স্বতন্ত্র প্রতীকের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও নির্বাচনী সভা ও গণসংযোগে এগিয়ে আছেন নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী।

মূলত এ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী এখন পর্যন্ত বড় প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হননি। যেহেতু আসনটিতে একসময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি ছিল, এ কারণে জাতীয় পার্টির প্রার্থী নূর আলম মিয়াকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম খান নির্বাচনের মাঠে থাকায় স্পিকারকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে। তবে শিরীন শারমিন চৌধুরী এলাকার মানুষের কাছে স্পিকার হিসেবে খুবই জনপ্রিয়।

দ্বাদশ জাতীয় নির্বাচনে রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় পাটির প্রার্থী নূর আলম মিয়া লাঙ্গল প্রতীকে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। এ আসনে অন্য প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাকিয়া জাহান চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম ডাব প্রতীকে, জাকারিয়া হোসেন কল্যাণ পার্টি থেকে হাতঘড়ি প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) থেকে হুমায়ুন ইজাজ লেভিন আম প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত