ছয় দফা দাবিতে চট্টগ্রাম নগরের কদমতলী-টাইগারপাস সড়ক অবরোধ করেছেন হকাররা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কয়েক’শ হকার ওই সড়কের এক পাশ অবরোধ করে অবস্থান নেন। এ সময় সড়কটির এক পাশে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা একটার দিকে সিটি মেয়র বরাবর স্মারকলিপি দেওয়ার পর রাস্তা থেকে সরে যান হকাররা।
নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে টাইগারপাস এলাকায় অবস্থান নেন কয়েক’শ হকার। এ সময় তারা পুনর্বাসনসহ নানা দাবিতে শ্লোগান দেন। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সেখানে অবস্থান নেয় পুলিশ। পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল সিটি মেয়রের কাছে ছয় দফা দাবিতে একটি স্মারকলিপি দেন। এরপর রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।
জানা গেছে, ৬ দফা দাবির মধ্যে রয়েছে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা, মামলা প্রত্যাহার, পরিচয়পত্র প্রদান ও জাতীয় শ্রমনীতি-২০১২ বিবেচনায় নিয়ে ‘হকার নীতিমালা’ তৈরি। এর আগে ২২ ফেব্রুয়ারি নগরের নিউমার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন হকাররা।
৮ ফেব্রুয়ারি নিউমার্কেট এলাকা থেকে ৭০০/৮০০ হকার উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি করপোরেশন। ১২ ফেব্রুয়ারি ফুটপাত পুনর্দখল ঠেকাতে অভিযানে গেলে রেলস্টেশন এলাকায় হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭০০/৮০০ জন হকারের বিরুদ্ধে মামলা করে পুলিশ।