মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

'বয়সসীমা ৩৫' আন্দোলন

পুলিশের বাধা অতিক্রম করে শাহবাগ অবরোধ

আপডেট : ১১ মে ২০২৪, ০৪:৫১ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে পূর্বঘোষিত সমাবেশ করেছে আন্দোলকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশ শেষে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় অবরোধ করেছে তারা।

শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগ এলাকায় যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ছবি : ফোকাস বাংলা

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করলে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের গণভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ।

পরিষদের সমন্বয়ক শরিফুল ইসলাম শুভ বলেন, আমরা চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই। সরকারি-বেসরকারি, আধা সরকারি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিতসহ দেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করতে হবে।

সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন একদল চাকরি প্রত্যাশী। সবশেষ শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেন তারা। পরে শিক্ষামন্ত্রী চাকরির বয়স ৩৫ করার দাবিতে জনপ্রশাসনমন্ত্রীকে সুপারিশ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত