মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১
দেশ রূপান্তর

২১ সেকেন্ডের টিজারে শাকিব-মিমি

আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:৪০ পিএম

প্রকাশ্যে এসেছে শাকিব খানের আসন্ন সিনেমা ‘তুফান’ এর গানের টিজার। ‘লাগে উরা ধুরা’ শিরোনামে মাত্র ২১ সেকেন্ডের টিজারে অন্যরকম ভাবেই দেখা দিয়েছেন শাকিব, সঙ্গে মিমি চক্রবর্তীও। 

টিজারে দেখা যাচ্ছে, রাতের জমকালো পার্টিতে নাচছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। সঙ্গে আছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রিতম হাসানও। টিজারে জানানো হয়, খুব শিগগিরই পুরো এ গানটি প্রকাশ করা হবে।

রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এখানে তার বিপরীতে দেখা যাবে মাসুমা রহমান নাবিলা ও মিমি চক্রবর্তীকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। এ সিনেমায় আরও থাকছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি। সিনেমাটি চলতি বছরের আসন্ন কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত