ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ আগুনে পুড়ে অন্তত সাত নবজাতকের মৃত্যু হয়েছে। গত শনিবার স্থানীয় সময় রাতে বিবেক বিহার এলাকার শিশু হাসপাতালে আগুন লাগে। এক দিন গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে আগুন লেগে অন্ততপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৯ জন শিশু। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার পর ভবনের প্রথমতলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ নবজাতক মারা যায়। বর্তমানে ৫ শিশুকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যায় রাজকোটে গেমিং জোনে যখন আগুন লাগে, তখন সেখানে বেশ কিছু শিশু ও কিশোর ছিল। আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে যায়। অস্থায়ী কাঠামো ভেঙে পড়ে। গেমিং জোনে একটিমাত্র বেরোনোর রাস্তা ছিল। ফলে ভেতরে যারা ছিলেন, তাদের অনেকেই বেরোতে পারেনি। এই গেমিং জোনে সপ্তাহান্তের ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। টিকিটের দাম ছিল ৯৯ টাকা। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।