গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন হয়েছিল। অধিনায়ক, কোচিং স্টাফ সব বদলে ফেলা হয়। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হয় আরেক দফা রদবদল। কিন্তু এতকিছু করেও বিশ্বকাপে ব্যর্থ হয় পাকিস্তান। তাই ফের শুরু হয়েছে পরিবর্তনের পালা। ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচক কমিটি থেকে। এসব নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার সরফরাজ নেওয়াজ।
পাকিস্তানের নতুন নির্বাচক কমিটিতে আগের কমিটির দুই নির্বাচক মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক টিকে গেছেন। এই পরিবর্তনে খুব একটা খুশি হতে পারেননি সরফরাজ। স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেছেন, “নির্বাচক কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল। বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে নির্বাচক কমিটির প্রত্যেক সদস্য বলেছিল যে সবার মতের ভিত্তিতেই দল গঠন করা হয়েছে। দল নির্বাচন নিয়ে কমিটির প্রত্যেক সদস্যেরই দায় আছে। তাই সবাইকে সরিয়ে দেওয়া উচিত। পুরো নির্বাচক কমিটিই ব্যর্থ।”
এসব ছোটখাট পরিবর্তন না করে পাকিস্তান ক্রিকেটের পুরো সিস্টেমকে বদলে ফেলার পরামর্শ দিয়েছেন সাবেক এই ক্রিকেটার, “পুরো সিস্টেমকে সঠিক পথে ফেরাতে বড় ধরনের অস্ত্রোপচার করতে হবে। নির্বাচক কমিটি তিন সদস্যের হওয়া উচিত এবং শুধু ওয়াহাব আর আবদুল রাজ্জাককে সরিয়ে দেওয়াই যথেষ্ট নয়। এমনকি আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফও কাজের লোক নয়।”
সরফরাজ আরও বলেছেন, সাদা বলের ক্রিকেটে বাবর আজমকে সরিয়ে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করা হোক। তার কথায়, “ঘরোয়া ক্রিকেটে রিজওয়ান খাইবার পাখতুনকে অতীতে সব ধরনের টুর্নামেন্ট জিতিয়ে নিজের নেতৃত্বগুণ দেখিয়েছে। মুলতান সুলতানেও বছরের পর বছর সে নেতৃত্ব দিয়ে আসছে। তাই এ কাজের জন্য রিজওয়ানই সেরা। বাবর আজমের আত্মবিশ্বাস তলানিতে চলে গেছে এবং অধিনায়ক হিসেবে তাকে বিবেচনা করা উচিত নয়।”