বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আরেক মামলায় রিজভী-পরওয়ার রিমান্ডে

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৬:০৩ এএম

সেতু ভবনে হামলা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সদ্য নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৬ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ছাড়া গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ভিপি নুরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী রিজভী, গোলাম পরওয়ারসহ ছয়জনের জামিনের আবেদন নাকচ করে দিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু, কাজী সায়েদুল আলম বাবুল, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মো. আমিনুল হক, বাগেরহাট বিএনপির আহ্বায়ক এমএ সালাম।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া আসামিদের আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে।

গত ২৮ জুলাই মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় রিজভী ও নুরসহ আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ। তবে গতকাল নুর ও মাহমুদুস সালেহিন বাদে অন্য আসামিদের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বনানী থানায় মামলা হয়েছে। মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলা হয়েছে কাফরুল থানায়। এ মামলায় নুরুল হক নুরের জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন। নুরকে গত ২১ জুলাই সেতু ভবনে হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত