সোমবার, ২৪ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভোর থেকে মুষলধারে বৃষ্টি, ডুবল ঢাকা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

ভোরের আলো ফোটার আগেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে ঢাকা। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এই রিপোর্ট লেখা পর্যন্ত যা এখনো চলছে। গত কয়েকদিনের তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি স্বস্তি বয়ে আনলেও তৈরি হয়েছে ভোগান্তিও।  

এদিন মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। 

বৃষ্টিতে ঢুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। সড়কে পানি জমে তৈরি হয়েছে ভোগান্তি। মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আলী আকতার বলেন, রাস্তায় হাটু পানি জমেছে, স্রোত বয়ে যাচ্ছে। মেট্রোস্টেশন পর্যন্ত যাওয়ার রিকশা পাচ্ছি না। 

বৃষ্টির কারণে সকালেই রাজধানীর কয়েকটি সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে। মিরপুর রোডের শ্যামলী থেকে কলাবাগান পর্যন্ত থেমে থেমে তীব্র যানজট তৈরি হয়েছে। তীব্র যানজট তৈরি হয়েছে কারওয়ান বাজার থেকে বিজয় স্মরনি সিগন্যাল পর্যন্ত। 

এর আগে আবহাওয়া পূর্বাভাসে মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়েছিল। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত