বাবা জোসেফ প্রভুকে হারিয়ে বেসামাল দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুক্রবার বিকেলে এ নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। লিখলেন, ‘যত দিন না আবার আমাদের দেখা হচ্ছে বাবা’। সঙ্গে ভগ্ন হৃদয়ের ইমোজি।
বিনোদন দুনিয়ায় সামান্থা যখন ক্যারিয়ার তৈরি করছেন ঢাল হয়ে দাঁড়িয়েছিল পরিবার। সে কথা বারবার স্বীকার করেছেন সামান্থা। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে তেলুগু অ্যাংলো-ইন্ডিয়ান পরিবারে বেড়ে ওঠা বাবা বাবাকে নিয়ে কথা বলেছিলেন সামান্থা।
তিনি জানিয়েছিলেন, অনেক বিষয়ে তার বাবা তাকে সমর্থন করেননি। অভিনেত্রীকে নাকি প্রায়ই তার বাবা আনস্মার্ট বলতেন। তা নিয়ে কষ্টও পেয়েছিলেন সামান্থা। তার মতে, আমি সত্যিই বিশ্বাস করতাম আমি স্মার্ট নই, ভালো নই। তবে প্রথম সিনেমা ব্লকব্লাস্টার হওয়ার পর তার জীবন বদলে যায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত ‘সিটাডেল হানি বানি’। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। সিটাডেল হানি বানির সাকসেস পার্টির পর সামান্থার বাবার প্রয়াণের খবর এল।
এদিকে ৪ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন সামান্থার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য। অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে শুক্রবার হায়দরাবাদে গায়ে হলুদ সেরেছেন তিনি। তারপরেই সামান্থার পরিবার থেকে এলো এমন দুঃসংবাদ।