বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

যুবাদের লক্ষ্য এবার বিশ্বকাপ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম

ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ অনূর্ধ-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম জানালেন বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা। ২০২৬ সালের শুরুতে যুব বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে। এশিয়ার সেরা হওয়ার পর বাংলাদেশের তরুণদের চোখ এবার বিশ্বসেরার স্মারকের দিকে।

ম্যাচ শেষে আজিজুল হাকিম জানান, 'আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুব খুশি। ১৯৮ রান বোর্ডে নিয়েও আমরা জয়ের ব্যপারে আত্মবিশ্বাসী ছিলাম, কারণ সেমিফাইনালে আমরা খুব ভাল বোলিং করেছিলাম। তারাও খুব আত্মবিশ্বাসী ছিল। ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে আমাদের পর্যবেক্ষণ ছিল যে তারা প্যাডের উপর বল খুব ভাল খেলে তবে অফসাইডে তারা একটু সংগ্রাম করছিল, আমাদের নিয়ে কোচের পরিকল্পনা ছিল যে সবসময় চতুর্থ স্টাম্প বরাবর বলে করে যাওয়া।'

টুর্নামেন্টে একটা সেঞ্চুরি আর দুই হাফসেঞ্চুরি করা হাকিম ফাইনালে আউট হয়ে যান অল্পতেই, নিজের আউট নিয়ে বলেছেন, 'আমি ভেবেছিলাম মিডউইকেটে দুই ফিল্ডারের মাঝে ফাঁকা জায়গা দিয়ে বলটা খেলতে পারব, কিন্তু সেটা স্কয়ারলেগে চলে যায়।'

এই জয় কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নে হাকিমের উত্তর ছিল, 'খুব ভাল এবং ইতিবাচক একটা ফল হল। আমরা এই ফর্মটা বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে চাই।' মাঠে আসা প্রবাসী বাংলাদেশী দর্শকদের এবং দেশের মানুষকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন হাকিম।

বিশ্বকাপ জয়ের অভিযান সফল করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফিরিয়ে এনেছে ২০২০ সালে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানোর দুই কারিগর, কোচ নাভেদ নাওয়াজ এবং ট্রেনার রিচার্ড স্টোনিয়েরকে।

দলের সঙ্গে কাজ করছেন ফয়সাল হোসেন ডিকেন্স, তালহা জুবায়েরের মত সাবেক ক্রিকেটাররা। দেশের এবং দেশের বাইরে বেশ কিছু সিরিজ খেলবে বাংলাদেশের তরুণরা। খেলে খেলেই তৈরি হবে স্বপ্নের বিশ্বকাপের জন্য।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত