চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিপর্যয় ও নিজের ইনজুরি প্রবণতার কারণে নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব ছাড়েন উইলিয়ামসন। তার পর থেকে স্থায়ী ভিত্তিতে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। অবশেষে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সাদা বলে কিউইদের নতুন অধিনায়ক হয়েছেন মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের হয়ে ১০০টি ওয়ানডে ও ১০৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৪টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের অধিনায়কত্ব করেছেন তিনি। গত মাসের শ্রীলঙ্কা সফরে তিনিই সামলেছেন দায়িত্ব।
পাকাপাকিভাবে অধিনায়ক হিসাবে সেই শ্রীলঙ্কার বিরুদ্ধেই আবার নেতৃত্ব শুরু করবেন স্যান্টনার। ডিসেম্বরের শেষ ও জানুয়ারির শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউইরা। এর পরেই রয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গুরুদায়িত্ব। নিউজিল্যান্ড জার্সিতে ওয়ানডে ফরম্যাটে ১ হাজার ৩৭০ রান ও ১০৮টি ও টি-টোয়েন্টিতে ৭১০ রান ও ১১৭টি উইকেট নিয়েছেন ৩২ বছরের এই অলরাউন্ডার।