সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ইউএনও পরিচয়ে ফোন করে টাকা দাবি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মিথ্যা পরিচয় দিয়ে ফোনে বিভিন্ন জনের কাছে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।  শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে ইউএনও তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা নামের ফেসবুকে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।

শুক্রবার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে ইউএনও লেখেন, ০১৭০৭৪১১৭৩০ উপরের নাম্বার থেকে উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা, চট্টগ্রামের নাম বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা দাবি করছে।

এই বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য এবং উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা পরিচয়ে কোনো অনৈতিক দাবি কিংবা লেনদেন না করার অনুরোধ জানাচ্ছি।

প্রয়োজনে ইউএনও, থানা কিংবা উপজেলার কোনো কর্মকর্তা কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করার জন্য অনুরোধ করছি। 

ইউএনও তাহমিনা আক্তার বলেন, একজন মুক্তিযোদ্ধা আমাকে ফোনে বিষয়টি অবহিত করেন। এক মহিলা নাকি ফোনে আনোয়ারার ইউএনও পরিচয় দিয়ে অনৈতিকভাবে টাকা দাবি করছে। সঙ্গে সঙ্গে সবাইকে প্রতারণার বিষয়ে সতর্ক করেছি। কোনো প্রকার চাঁদা বা টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে আমাকে জানানোর অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত