বছর তিনেক আগে ‘পরাণ’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নজর কেড়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। প্রেক্ষাগৃহে দীর্ঘদিন ধরে চলে এ সিনেমাটি এবং রায়হান রাফি পরিচালিত এ সিনেমা ব্লকবাস্টার তকমা কুড়ায়।
এরপর ‘দামাল’ সিনেমাতেও দেখা গেছে তাদের। এরপর আর একসঙ্গে পাওয়া যায়নি। নতুন খবর হলো, ‘পরাণ’-এর পর আবারও জুটি হয়ে বড় পর্দা মাতাতে আসছেন রাজ-মিম। তাদের দুজনকে দেখা যাবে অনন্য মামুন পরিচালিত ‘দানব’ সিনেমায়।
নতুন বছরের প্রথম দিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফার্স্ট লুক পোস্টার ছেড়ে সিনেমার ঘোষণা দেন অনন্য মামুন। তবে এতে কারা থাকছেন সে বিষয়ে কোনো কিছু জানাননি।
সিনেমা-সংশ্লিষ্ট একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ‘দানব’-এ জুটি হয়ে আসছেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম।
সূত্রের খবর, চলতি মাস থেকে ‘দানব’-এর শুটিং শুরু হবে। সিনেমার শুটিং হবে বাংলাদেশ ও থাইল্যান্ডে।
‘দানব’ প্রযোজনা করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন রাজ ও মিম জুটি। গত বছর সর্বশেষ শরিফুল রাজকে দেখা গেছে ‘কাজল রেখা’, ‘ওমর’ এবং ‘দেয়ালের দেশ’ সিনেমায়। অন্যদিকে মিমকে সেভাবে বড় পর্দায় পাওয়া যায়নি। বিজ্ঞাপন নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি।