সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীর আবারও এক হওয়ার ইঙ্গিত

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম

একসময় ইউরোপের লিগ মাতিয়েছেন বার্সেলোনার বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে নিয়ে গঠিত বার্সার সেই আক্রমণভাগ ছিল বিশ্বসেরা। সময়ের পরিক্রমায় তাদের এই বন্ধন ছিন্ন হয়। মাঝে কখনো মেসি-নেইমার আবার কখনো মেসি-সুয়ারেজ একসঙ্গে খেলেছেন এবং খেলছেন। ভবিষ্যতে কখনো কি আবারও ‘এমএসএন’ ত্রয়ীকে একসঙ্গে দেখা যাবে?

মেসি এবং সুয়ারেজের ক্যারিয়ার এখন একেবারেই শেষদিকে। বর্তমানে দুজনে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। অন্যদিকে নেইমারের নিত্যসঙ্গী চোট। কিছুদিন আগে ইনজুরি থেকে ফিরলেও ফের আক্রান্ত হয়েছেন। সৌদি আরবের ক্লাব আল হিলাল তার সঙ্গে চুক্তি নবায়ন করবে না বলেও গুঞ্জন আছে। গত বছর এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে, নেইমার ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন।

এবার নেইমারকে এ বিষয়ে সরাসরি প্রশ্ন করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন স্পোর্টস। জবাবে ব্রাজিল সুপারস্টার বলেন, ‘নিশ্চিতভাবেই মেসি এবং সুয়ারেজের সঙ্গে একসঙ্গে খেলতে পারা অবিশ্বাস্য কিছু। তারা আমার বন্ধু। আমরা এখনও পরস্পরের সঙ্গে কথা বলি। সেই আক্রমণভাগ (এমএসএন) আবারও ফিরে আসলে দারুণ উপভোগ্য হবে। আমি আল-হিলালে খুশি, সৌদি আরবে ভালো আছি। তবে কে জানে, ফুটবল তো বিষ্ময় ও চমকে পরিপূর্ণ।’

পিএসজি ছেড়ে কেন সৌদি ক্লাবকে বেছে নেওয়ার কারণ বিষয়ে নেইমার বলেন, ‘যখন আমার পিএসজি ছাড়ার খবর প্রকাশিত হয়, সেই সময় যুক্তরাষ্ট্রের ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যায়। তাই আমার হাতে কোনো বিকল্প ছিল না। পরে আমাকে তারা (আল-হিলাল) যে প্রস্তাব দেয়, সেটি খুব ভালো ছিল। শুধুমাত্র আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও। তাই সৌদি আরবে যাওয়া ছিল সবচেয়ে ভালো বিকল্প।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত