ভয়াবহ দাবানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেস। সেখান সাধারণ মানুষ থেকে শুরু করে বহু তারকা বাড়িঘর হারিয়েছেন। এমন দুঃসময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকে। তেমনি অভিনেত্রী-গায়িকা হিলারি ডাফ তার বাসায় আশ্রয় দিয়েছেন দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী-গায়িকা ম্যান্ডি মুরকে।
হিলারি ডাফ তার লস অ্যাঞ্জেলেসের বাসা খুলে দিয়েছেন তারকা দম্পতি ম্যান্ডি মুর ও টেইলর গোল্ডস্মিথের জন্য। কারণ তারা দাবানলের কারণে নিজেদের ঘরবাড়ি হারিয়েছে।
টেইলর-মুর আলতাদেনার বাসিন্দা। তিন সন্তানের বাবা-মা তারা। এর মধ্যে মাত্র তিন মাস আগেই জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যাসন্তান, যার পুরো নাম লুইস এভারেট। অন্য দুই সন্তান— আগস্ট গাস হ্যারিসন (৩) ও অস্কার ওজি বেনেট (২)।
টেইলরের ছোট ভাই গ্রিফিন গোল্ডস্মিথ, যার নিজের বাড়িও সম্পূর্ণরূপে পুড়ে গেছে। এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি জানান, বিপদের সময় কীভাবে উদারভাবে সাহায্য করেছেন হিলারি ডাফ ও তার স্বামী ম্যাথিউ কোমা।
উল্লেখ্য, ম্যান্ডি মুরের বাড়িটি প্যাসিফিক প্যালিসেডস থেকে প্রায় ৩০ মাইল পূর্বে অবস্থিত। মঙ্গলবার (৭ জানুয়ারি) সেখানে দাবানল ছড়িয়ে পড়লে নিজেদের বাড়ি থেকে তাঁর পরিবারকে সরিয়ে নেওয়া হয়। সামাজিক মাধ্যমে ‘দিস ইজ আস’ অভিনেত্রী বলেছিলেন, ‘আগুন থেকে বাঁচতে আমি আমার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছি।’ বর্তমানে পুরো এলাকাটি পুড়ে ছাই হয়ে গেছে।