নেত্রকোণা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে ইমরান ফারাস (৩০) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ইমরান ফারাস উপজেলার দক্ষিণ মদনপুর এলাকার জিনাতুল ফারাসের ছেলে। শরীরের বিভিন্ন জায়গায় অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পিলিশ।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দক্ষিণ মদনপুর সড়কের পাশে ইমরান ফরাসের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহত ইমরানের শরীরে জখমের অনেক চিহ্ন রয়েছে। বিশেষ করে চোখের নিচে গভীর ক্ষত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।