সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

একই দিনে জয় পেল ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯ এএম

জয় দিয়ে ফুটবল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব শুরু করল দুনিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ১০ জনের দল নিয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল, অন্যদিকে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার কারাকাসের ব্রিগিদো স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শেষ ৩৩ মিনিট ১০ জন নিয়ে খেলেছে ব্রাজিল। ৫৭ মিনিটে উরুগুয়ের রাইট উইঙ্গার আলেহান্দ্রো সেভেরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের লেফটব্যাক আর্থুর দিয়াস। এরপরই প্রতি–আক্রমণ থেকে ৭৪ মিনিটে ব্রাজিলকে গোল এনে দেন ফরোয়ার্ড পেদ্রো।argentina চিলির বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

একই শহরের অলিম্পিকো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা আর চিলি। ৩৫ মিনিটে উইঙ্গার ইয়ান সুবিয়াব্রের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৭ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন রিভার প্লেট ফরোয়ার্ড অগাস্তিন রুবের্তো। বিরতির পর ৬১ মিনিটের চিলির স্ট্রাইকার হুয়ান রসেল একটি গোল পরিশোধ করেন।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে কোনো ফাইনাল নেই। চুড়ান্ত পর্বে খেলা ছয়টি দলের মধ্যে যারা পয়েন্ট টেবিলে শীর্ষে থাকবে, তাদের হাতেই উঠবে শিরোপা। এই মুহূর্তে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। এছাড়া ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ব্রাজিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত