শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পুলিশের গাড়িতে হামলা

কালীগঞ্জে বহিষ্কৃত প্রভাষক গ্রেপ্তার

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ এএম

লালমনিরহাটের কালীগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের হুমকির অভিযোগে বহিষ্কৃত প্রভাষক তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে যৌথবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে লালমনিরহাট জেলহাজতে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত তামান্না কাকিনা উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের বহিষ্কৃত প্রভাষক।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপাকে অপসারণের দাবিতে কালীগঞ্জ থানার সামনে মহাসড়কে অনশনে বসেন তামান্না। এতে মহাসড়কে যানজট দেখা দেয়। এ কারণে স্থানীয় শিক্ষার্থীরা তাকে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করলে তিনি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সন্ধ্যায় লালমনিরহাট পুলিশ সদর দপ্তর থেকে ফেরার পথে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবীর গাড়ির সামনে দাঁড়িয়ে যান তামান্না। একপর্যায়ে তার গাড়ির গ্লাসে লাথি মেরে ভাঙচুর করেন এবং ওসিকে কলার ধরে টান দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা তামান্নার গ্রেপ্তারের দাবিতে কালীগঞ্জ থানা ঘেরাও করে। অবস্থা বেগতিক দেখে তামান্না থানার ভেতরে আশ্রয় নেন। প্রায় ১০ ঘণ্টা থানায় অবরুদ্ধ থাকার পর রাত দেড়টার দিকে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রাকিব হায়দার ও পুলিশ সুপার তরিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রাতিলুল হাসান বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করলে তামান্নাকে গ্রেপ্তার দেখানো হয়।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, নিরাপত্তার স্বার্থে তাকে থানায় আনা হয়েছিল। পরে মামলার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত