আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ছেলে থিয়াগো এবং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রের গোল উৎসবের খবর ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে বিশ্ব মিডিয়ায়। বহু আন্তর্জাতিক মিডিয়া এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘ও গ্লোবো’ দাবি করেছে, মেসির ছেলের গোল করার খবরটি ভুয়া। এ ধরনের কোনো ম্যাচই অনুষ্ঠিত হয়নি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’, বিইন স্পোর্টস, ইয়াহু স্পোর্টস বেশ কয়েকটি ইউরোপিয়ান সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, অনূর্ধ্ব–১৩ এমএলএস কাপে আটলান্টার বিপক্ষে ১১ গোল করেছেন ইন্টার মিয়ামির হয়ে খেলা থিয়াগো মেসি। সেই ম্যাচের স্কোরের একটি ফটোকার্ডও ভাইরাল হয়ে গিয়েছিল। ‘ও গ্লোবো’ জানিয়েছে, ওই ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করেই আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।
‘ও গ্লোবো’র দাবি শক্তিশালী ভিত্তি পেয়েছে বেশিরভাগ সংবাদমাধ্যম তাদের আগের প্রতিবেদনটি সরিয়ে ফেলায়। ব্রাজিলিয়ান গণমাধ্যমটি বলছে, ‘সম্প্রতি ম্যাচের স্কোরবোর্ডের একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করলে সেটা সবার আকর্ষণের কেন্দ্রে চলে আসে। কিন্তু আটলান্টা এবং ইন্টার মায়ামি অনূর্ধ্ব–১৩ দলের মধ্যে এমন কোনো ম্যাচই হয়নি! এটা শুধুই মজা করার উদ্দেশ্যেই করা হয়েছে।’
থিয়াগো বর্তমানে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের হয়ে খেলছে। মাঝেমধ্যেই তাকে মায়ামির জার্সিতে দেখা যায়। এদিকে রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানোও আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে এক ম্যাচে ১০ গোল করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত এই রিপোর্টের ব্যাপারে কোনো আপত্তি ওঠেনি।